জাতীয় প্রেসক্লাবে অভিনেত্রী শমী কায়সার কর্তৃক সাংবাদিক হেনস্তার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আশিকুর রহমান পীরের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ শহীদ নুর আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সুনামগঞ্জ টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার আশিস রহমান, সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার কর্ণ বাবু দাশ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, ইউএনবির জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির হোসেন, সুনামকণ্ঠের সাব-এডিটর পাপন সেন, সোলালি খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, বিজয়ের কণ্ঠের জেলা প্রতিনিধি শহীদ মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক রুজেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লিপসন আহমদ, ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সদস্য জুবের আহমদ, জাকের আহমদ, আব্দুল কাইয়ূম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় চোর সন্দেহে সাংবাদিকদের তল্লাসী ও আটকে রাখার তীব্র প্রতিবাদ জানাই। এ ঘটনা দেশের সকল সাংবাদিককে অপমানিত করেছে। অভিলম্বে জাতীয় প্রেস ক্লাবে এসে শমী কায়সারকে সংবাদ সম্মেলন করে এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। না হলে মফস্বল পর্যায় থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন