বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাঁগধা গ্রামে বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গৃহবধূর ডাক-চিৎকারে স্থানীয়রা অভিযুক্ত কাওছার খানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ওই নারী কোটালীপাড়ার হরিনাহাটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত কাওছারও দুই সন্তানের জনক এবং হরিনাহাটি গ্রামের ফজলুল হক খানের ছেলে।
শনিবার দুপুরে অভিযুক্তেকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন।
তিনি জানান, ওই গৃহবধূ আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাঁগধা গ্রামের ফুফু বাড়ি থেকে গত শুক্রবার রাতে পাশ্ববর্তী হরিনাহাটির নিজ বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে বাঁগধা গ্রামের মৃত্যুঞ্জয় মজুমদারের বাড়ি অতিক্রমের সময় কাওছার জোরপূর্বক তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। গৃহবধূর ডাক-চিৎকারে এলাকাবাসী কাওছারকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ওই রাতেই গৃহবধূ বাদী হয়ে একমাত্র কাওছারকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় কাওছারকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয় বলে জানান ওসি আফজাল হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন