বরিশালের সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করায় সিনিয়র সহকারী শিক্ষক শক্তি বিশ্বাসকে (৪৮) মারধর করার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। আহত শক্তি বিশ্বাস সদ্য ঘোষিত গৌরনদী পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক।
শক্তি বিশ্বাস অভিযোগ করেন, চলতি বছর ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়া ছাত্র আহাদ, ইমন, সাইদুল ইসলাম, শান্ত, রিফাত খান, সোহেল প্রতিদিনই ক্লাশ চলাকালীন স্কুলে ঢুকে মেয়েদের উত্যক্ত করে আসছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা স্কুলে ঢুকে ছাত্রীদের উত্যক্ত করে। খবর পেয়ে তিনি এবং সহকারী শিক্ষক ফারুক হোসেন ওই ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের সাথে বাদানুবাদ হলে ওই বখাটেরা তাকে মারধর করে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন শিক্ষক শক্তি বিশ্বাস। গৌরনদী মডেল পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, শিক্ষকের উপর হামলার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গেলে বখাটেরা পালিয়ে যায়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর