চুরি করে ডাব পাড়তে গিয়েছিলেন। কিন্তু বিপত্তিটা বাঁধল গাছ থেকে নামার সময়। নিচের দিকে তাকিয়ে কিছুতেই আর নেমে আসার সাহস পাচ্ছিলেন না আনন্দ কুমার দাস। শেষে ফায়ার সার্ভিস ও থানায় খবর পাঠানো হয়।
কিশোরগঞ্জের কুলিয়ারচরে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। আধা ঘণ্টা চেষ্টার পর আনন্দকে নিচে নামিয়ে আনা হয়। আনন্দর বাড়ি পৌর শহরের দাস পাড়া মহল্লায়।
ডাব চুরি করতে যাওয়ার বিষয়টি স্বীকার করে আনন্দ বলেন, প্রচণ্ড গরম লাগায় গাছ থেকে ডাব পাড়তে গিয়ে আর নামতে পারছিলাম না।
বিডি প্রতিদিন/ফারজানা