২৭ জুন, ২০১৯ ১৩:৫৩

কুমিল্লা সিটির বাজেট ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সিটির বাজেট ঘোষণা

নতুন কোন কর না বাড়িয়ে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সিটি করপোরেশনের ৩৪৬ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৪৩ টাকা ১৭ পয়সার ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে এই সিটির সংশোধিত বাজেট ছিল ২২৯ কোটি ৫৬ লাখ ৩৪ হাজার ৪৪৩ টাকা ১৭ পয়সা। 

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু নগর ভবনের অতীন্দ্র মোহন রায় মিলনায়তনে প্রাক বাজেট আলোচনা সভায় এ বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৬৯ লাখ ৪৩ হাজার টাকা। উন্নয়ন অনুদান থেকে আয় ধরা হয়েছে ২৬৬ কোটি ৪০ লাখ  টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ২১ লাখ ৭৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৯৬ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। 

কুমিল্লা সিটি করপোরেশনের বাজেট অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া। এছাড়া প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, সাংবাদিক আবুল হাসানাত বাবুলসহ কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। 

বিডি-প্রতিবেদন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর