নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়া খেলার আসর থেকে আটক মান্নু রায়হান নোমান (৩৮) নামের এক সরকারি ভূমি কর্মকর্তা ও এমদাদ হোসেন (৪২) নামের এক ঠিকাদারকে আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়।
এর আগে বুধবার সন্ধ্যায় তাদেরকে ইছাপুর বাজারের পরিত্যক্ত একটি ঘর থেকে আটক করা হয়।
আটক মান্নু রায়হান নোমান নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তা। তিনি খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালি গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
এমদাদ হোসেন হলেন একই জেলার মোহনগঞ্জ উপজেলার কমলপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তিনি একজন ঠিকাদার।
এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. মোহর আলী জানান, ওই দু’জনসহ তিন জন মিলে তাস দিয়ে জুয়া খেলছিল। গোপনে সংবাদ পেয়ে পুলিশি অভিযান চালানোর পর একজন পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলা দিয়ে আটকদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        