উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৫তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দিন, অ্যাডভোকেট সোমেশ রঞ্জন রায়, অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণি-পেশার পূণ্যার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিনটি পালনে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক