২৫ আগস্ট, ২০১৯ ১২:৩৬

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তর

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতদের লাশ হস্তান্তর

ফরিদপুরের ধুলদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় মিলেছে। এরা হলেন, কমফোর্ট লাইন বাসের সুপারভাইজার গোপালগঞ্জ সদরের হানিফ শেখ, বাসযাত্রী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কাঠি গ্রামের ফারুক মোল্লা, আসমা বেগম, নড়াইল জেলার বনগ্রাম কালিয়া গ্রামের মো. আলী খন্দকার, একই গ্রামের কেয়া আক্তার, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবপুর গ্রামের মোহাম্মদ আবদুল্লা, গোপালগঞ্জ সদরের ডলি আক্তার এবং মোটরসাইকেল চালক ফরিদপুর সদর উপজেলার বিলমাহমুদপুর গ্রামের ওয়াহিদুজ্জামান। 

দুর্ঘটনায় নিহতদের লাশ শনিবার রাতে ফরিদপুর কোতয়ালী থানায় আনা হয়। পরে মরদেহের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্ত করা হয়। রাতেই লাশগুলো তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এদিকে, দুর্ঘটনায় আহত ১৮ জনের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। বাকিরা আশংকামুক্ত বলে জানিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। 

উল্লেখ্য, শনিবার ফরিদপুরের ধুলদিতে ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইনের একটি যাত্রীবাহী বাস বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহত হয় ৮ জন এবং আহত হয় ২৫ জন। 

 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর