দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পুলিশি বাধার মুখে সড়কে দাঁড়াতে পারেনি নীলফামারী বিএনপি নেতাকর্মীরা। দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার জেলা শহরে লিফলেট বিতরণ ও মানববন্ধনের আয়োজন করেছিল নীলফামারী জেলা শাখা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির আহবায়ক আলমগীর সরকার, সদস্য সচিব জহুরুল আলম, সদর উপজেলা সদস্য সচিব আখতারুজ্জামান জুয়েল, শহর কমিটির সদস্য সচিব মাসুদ চৌধুরী ও জেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোমিনুল ইসলাম মোমিন বলেন, কর্মসূচি পালনের ব্যাপারে পুলিশের কোনও অনুমতি ছিল না। আমরা গোপন সূত্রে জানতে পেরেছি সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এ কারণে তাদের সড়কে দাঁড়াতে দেয়নি।
বিডি-প্রতিদিন/শফিক