দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীনসহ স্বামী, একমাত্র ছেলে, ভাগিনা এবং গাড়ির চালক মারাত্মক আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বুধবার সকাল পৌঁনে ৬টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের লালদিঘী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী দুলাল হোসেন জানান, প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৮-০৭২৮) যোগে কর্মস্থল খুলনা থেকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার গ্রামের বাড়িতে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির আরোহী সকলেই গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ খবর পেয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকা, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন। বর্তমানে সকলেই আশঙ্কামুক্ত রয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম