ফেনীতে অপহরণের তিনদিন পর এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। সোমবার ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের শর্শদি গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শর্শদি ইউনিয়নের ৯নং চোছনা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সবিরুল ইসলাম মারুফকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামি সবিরুল ইসলাম চোছনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। বিকালে ওই ছাত্রী ফেনীর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক শরাফ উদ্দিন আহমেদের আদালতে জবানবন্দি দিয়েছেন।
ওই ছাত্রী আদালতে জানান, আসামি সবিরুলকে আগে থেকেই তিনি চিনতেন। অপহরণের আগে তাকে একাধিকবার প্রেমের প্রস্তাব দেয়। এতে তিনি রাজী না হওয়ায় বৃহস্পতিবার বিকালে তাকে একা পেয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অন্য একটি বাড়িতে তিনদিন ধরে আটক রাখে। আটক অবস্থায় তাকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দেয়। তবুও তিনি বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। পরে পুলিশ ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবিরুল পালিয়ে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ছাত্রীর মা বাদী হয়ে সবিরুল ইসলাম মারুফকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছে। অপহরণকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম