কুমিল্লার মুরাদনগরে একটি কারখানায় নামী প্রতিষ্ঠানের ৪৫টি পণ্য নকল করার অপরাধে এর মালিক সবুজ মিয়াকে (৪০) এক বছরের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।
মঙ্গলবার সবুজ মিয়াকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়। কারখানার মালিক সবুজ মিয়া উপজেলার পুষ্করিনীরপাড় গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানান, কুমিল্লা জেলার র্যাব-১১ ও বাঙ্গরা বাজার থানা পুলিশকে সঙ্গে নিয়ে পুষ্করিনীরপাড় এলাকায় হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে নকল ও ভেজাল পণ্য তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। দীর্ঘদিন ধরে ওই কারখানায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন নকল পণ্য উৎপাদন করে আসছিল। অভিযানে ওই কারখানা থেকে ৪৫ ধরনের নকল পণ্য ও উৎপাদনের মেশিন পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন