প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষানুরাগী জণপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
মঙ্গলবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজার সংলগ্ন কুন্ডুবাড়িতে জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের এক উঠান বৈঠকে এ আহ্বান জানান তিনি। বোয়ালমারী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে দুই শতাধিক অভিভাবক অংশগ্রহণ করে।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল রহমান, শাহ্ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার শিকদার প্রমূখ।
এছাড়াও চতর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থী ও শিক্ষকদের খোঁজ খবর নেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল