বগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (০৭জানুয়ারি) বেলা ১১টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক, শেরপুর সরকারি কলেজের অধ্য আল মাহমুদ কমল, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, উলিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আব্দুল হাই বারী প্রমুখ বক্তব্য রাখেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ৪১ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৬টি ষ্টল অংশগ্রহণ নিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল