কুমিল্লার নাঙ্গলকোটে ৩শ’ ১১টি কেন্দ্রে ৭৭ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাশ দেব। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু।
বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, বাঙ্গড্ডা ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহম্মেদ ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০ মুজিব বর্ষকে উৎসর্গ করার জন্য প্রস্তাব করেন।
বিডি প্রতিদিন/হিমেল