সিরাজগঞ্জের এনায়েতপুরে নিখোঁজ হওয়ার দু’দিন পর ইয়াকুব আলী (২০) নামে এক তাঁত শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার এনায়েতপুর থানাধীন ইসলামপুর আটারদাগ গ্রামে সরিষার একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ।
ইয়াকুব একই থানাধীন রূপনাই গাছপাড়া এলাকার ইয়াছিন আলীর ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মাসুদ পারভেজ জানান, গত রবিবার সন্ধ্যায় খুকনী কান্দাপাড়া এলাকার একটি তাঁত কারখানায় কাজ শেষে বেড়িয়ে যান ইয়াকুব। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার দুপুরে ওই গ্রামের সরিষা ক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর সরিষা ক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম