কুমিল্লার নাঙ্গলকোটে হাছান-জামিলা ফাউন্ডেশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্যোগে তথ্য প্রযুক্তি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ডা. এ কে এম কামারুজ্জামান।
প্রধান আলোচক ছিলেন পারুয়ারা আবদুল মতিন খসরু বিশ্ববিদ্যালয় কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাষক সাইফুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, নাঙ্গলকোট এ আর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যলয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রামেরবাগ বঙ্গবন্ধু টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান, সুহৃদ একে সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. হারুনুর রশিদ, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভাষক মোহাম্মদ আনোয়ার হোসেন, হাছান-জামিলা ফাউন্ডেশন কম্পিউটার ট্রেনিং সেন্টার ও আইএফএস পরিচালক এস.এম আমিনুল হক মাওলা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী সাদমান আলম সাদী।
বিডি প্রতিদিন/হিমেল