পটুয়াখালীর কলাপাড়ায় হাবিবুর রহমান (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করে।
মৃত হাবিবুর রহমান চাড়িপাড়া গ্রামের মোখলেছ খাঁয়ের ছেলে। হাবিবুরের এ বছর জনতা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো বলে জানা গেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সন্ধ্যার পর ঘরে কেউ না থাকায় নিজ ঘরের বাড়ান্দার চালের রুয়ার সাথে গলায় ফাঁস দেয়। বাহির থেকে এসে তার মা ছেলেকে খুঁজে না পেয়ে বারান্দায় আসলে ছেলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে লাশ নামানোর আগেই সে মারা যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
হাবিবুরের মৃত্যুর খবর মঙ্গলবার সকালে তার সহপাঠী ও শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, হাবিবুর রহমানের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পরিবারের লোকজনও কী কারণে সে আত্মহত্যা করেছে তা বলতে পারছে না। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম