পটুয়াখালীর কলাপাড়ায় মো. সজিব হাওলাদার (২০) নামে এক গাজা বিক্রেতাকে পুলিশ আটক করেছে। সোমবার রাত ১১টার দিকে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ছয় পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
সজিব হাওলাদার পেশাদার গাঁজা সেবনকারী ও বিক্রেতা বলে জানা গেছে।
এ ঘটনায় কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম