কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ আইজিপি পদক পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. নিজাম হোসেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকার রাজারবাগ পুলিশ প্যারেড ময়দানে আইজিপি ড. মো. জাবেদ পাটওয়ারী নিজ হাতে মো. নিজাম হোসেন আইজিপি ব্যাচ পড়িয়ে দেন।
মো. নিজাম হোসেনকে সম্প্রতি ট্রাফিক পরিদর্শক পদে পদোন্নতি দিয়ে মাদারীপুর জেলায় বদলী করা হয়েছে। এর আগে নিজাম বরিশাল ট্রাফিক বিভাগে কর্মরত থাকাকালে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ৭বার সেরা সার্জেন্ট নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ