দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে বৈশ্বিক স্বাস্থ্যে রেডিওলজি সম্পর্কিত র্যাড-এইড আর্ন্তজাতিক উদ্যোগে এবং বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সেমিনারে বৈশ্বিক স্বাস্থ্যে রেডিওলজি সম্পর্কিত র্যাড-এইড আর্ন্তজাতিক উদ্যোগে এবং বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাড-এইড ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) এর পরিচালক ডাঃ মিশেল ডরসির।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদের ডীন ও বাংলাদেশ রেডিওলজি অ্যান্ড ইমেজিং সোসাইটি’র সেক্রেটারি জেনারেল শাহরিয়ার নবী। বিশেষ অতিথি ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অধ্যাপক ডাঃ শিবেশ সরকার, এমএআরএমসিএইচ,দিনাজপুর পরিচালক ডাঃ আবু মোহাম্মদ খায়রুল কবির, বিএমএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ বিকে বোস, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ