গাজীপুর সিটি কর্পোরেশনের কারখানা বাজার এলাকায় গতকাল মঙ্গলবার দিনব্যাপি পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান, এসময় ৮টি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। সিটি করপোরেশন এলাকাসহ গাজীপুর জেলার অবৈধ সকল ইটভাটায় এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো: আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া এ অভিযানে গাজীপুর র্যাব-১ ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ