শরীয়তপুর সদর উপজেলায় ব্রিজের কাছ থেকে বালু মাটি উঠানোর সময় একটি ট্রলি জব্দসহ ৩ জনকে আটক করা হয়েছে।
উপজেলার তুলাসার ইউনিয়নের আড়িগাও ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মো. মাহবুর ফকির(১৪), মো. ইউসুফ আকন(১৩), মিজান শিকদার (৩৩)। এদের মধ্যে দুইজনকে অর্থদণ্ড ও মিজান শিকদারকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান শেখ। তিনি মঙ্গলবার রাতে এ রায় দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন