বরগুনার পাথরঘাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপাগরের মোহনা থেকে ট্রলারসহ আটককৃত ১৬ জেলেকে ২ হাজার টাকা করে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।
এর আগে মঙ্গলবার সন্ধা ৬টার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ৭ মণ জাটকা ও ট্রলারসহ ১৬ জেলেকে আটক করা হয়। পরে রাত ৮টার দিকে মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয় এবং আটককৃত ১৬ জেলেকে ৩২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ জালের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা