কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল মঙ্গলবার বিকালের দিকে পৌরসভার বাস স্টেশন সংলগ্ন কায়ুকখালী পাড়ার হাজী মোহাম্মদ হাশেম (প্রকাশ) আতঁরবিয়াড়ির ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশনের দলনেতা ও ইনচার্জ মুকুল দেব নাথ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হাজী মোহাম্মদ হাশেমের গোলপাতা, টিন ও বাঁশের বেড়ার তৈরী ভাড়াবাসার একটি রান্নার ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। ঘরের মালিক বলেছেন, আগুনে তার আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের ইনচার্জ মুকুল দেব নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাকড়ি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আটটি ঘর পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা