বরিশালের উজিরপুরের গুঠিয়া এলাকার শীর্ষ সন্ত্রাসী অস্ত্র, মাদকসহ ৭ মামলার আসামি আনিচ হাওলাদারকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবারত রাতে গুঠিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনিচ ওই এলাকার জাবেদ আলী হাওলাদারের ছেলে।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আনিচ হাওলাদারের বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি এবং মাদকের ৫টি মামলা রয়েছে। গত কয়েক বছর আগে সে বেকুটিয়া ফেরীঘাট থেকে বিদেশে তৈরী একটি নাইন এমএম পিস্তল সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। ওই মামলায় জামিনে বের হয়ে সে আবারও অস্ত্র ব্যবসায় জড়িয়ে পড়ে। বছরখানেক আগেও তার নিজ বাড়ি থেকে একটি বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে যশোর সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সহ গ্রেফতার হয় সে। সব শেষ গত বছরের শেষ দিকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ। ওই মামলায় গত সপ্তাহে জামিনে মুক্তি পায় সে। জামিনে মুক্তি পেয়ে ফের সে নিজ এলাকায় অপতৎপরতা শুরু করে। খবর পেয়ে পুরনো একটি মামলায় গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী আনিচকে গ্রেফতার করে থানা পুলিশ।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, পুরনো একটি মামলায় আনিচকে গ্রেফতার দেখিয়ে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন