ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে তীব্র যানজটের সৃৃষ্টি হয়েছে, ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহণ শ্রমিকরা।
বিআইডব্লিউটিসি’র ভারপ্রাপ্ত এজিএম মো. জিল্লুর রহমান জানান, রাত ২টার দিকে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে। এই নৌ-রুটের ১৫টি ফেরির মধ্যে ১২টি ফেরি সচল রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা