নেত্রকোনা মদন সড়কের সদর উপজেলার বায়রাউরা নামক স্থানে লরির চাপায় হুমায়ূন রশীদ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ১ টার দিকে নেত্রকোনা সদরের লক্ষীগঞ্জ ইউনিয়নের বায়রাউরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ূন নিজ বাড়ি থেকে লক্ষীগঞ্জ বাজারে যাওয়ার পথে নেত্রকোনাগামী লরিটি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক লরিটি দ্রুত পালিয়ে যায়।
নিহত হুমায়ূন রশীদ বায়রাউরা গ্রামের আ. রশীদের ছেলে এবং একটি মোবাইল ব্যাংকিং এ কর্মরত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল