বরিশালে অসহায় শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে নগরীর বগুড়া রোডের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে পাওয়া ১ হাজার ৪শ’ কম্বলের মধ্যে ২শ’ শীতার্ত মুক্তিযোদ্ধার মাঝে ২শ’ কম্বল বিতরন করেন জেলা প্রশাসক।
মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মোকলেছুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ। এছাড়া মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী ও শামসুদ্দিন খানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নগরীর সুবিধা বঞ্চিত অসহায় মানুষ, সিএনজি ও আটোরিক্সা চালকদের মাঝে ২ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/হিমেল