ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাড়ে ৩শ' অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
বুধবার সকাল ১১টায় বালিয়াডাঙ্গী শাখা অফিস প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন। পরে প্রায় সাড়ে ৩শ' শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এনজিওটি।
শীতবস্ত্র বিতরণের সময় ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার সঞ্চয় রায়, এরিয়া ম্যানেজার আবু সাঈদ, শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ, সাংবাদিক আল মামুন জীবন, আব্দুল লতিফ লিটুসহ ব্র্যাকের অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল