লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুইটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়।
আজ বুধবার সকাল থেকে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমিন ও মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র না থাকায় দুইটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন জানান, অভিযানের সময় ইটভাটার চিমনি, কাঁচা ইট, ইট তৈরির সরঞ্জাম ও ইট পোড়ানোর চিমনি ভেঙে দেওয়া হয়। অবৈধভাবে ইট উৎপাদন করে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালি পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, পরিদর্শক সৌমেন মৈত্র।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ