দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা ও সহিংসতার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে দিনাজপুরে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। আজ বুধবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে দিনাজপুর প্রেসক্লাব ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধনে ৭১ টিভি’র খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু এবং ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদারসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানির সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল প্রমুখ। মানববন্ধনে দিনাজপুর প্রেসক্লাবের সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুরের সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকরা যে ভূমিকা পালন করে সেই দায়িত্ব ও কর্তব্য পালন করতে যারা বাঁধা প্রদান করে তাদের বিচারের আওতায় আনা হোক। সাংবাদিকদের কলমের মাধ্যমেই দেশের প্রকৃত ঘটনাবলি তুলে আনা সম্ভব। আইন করে কিংবা নির্যাতন করে সাংবাদিকদের কলমের লেখনী বন্ধ করা যাবে না।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ