ক্ষুদ্র নৃ-তাত্বিক জনগোষ্ঠি সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের 'সহরায় পরব' উৎসব হচ্ছে নতুন বছরকে বরণের উৎসব। গৃহপূজা এবং ফসলের উৎপাদনের সাথে যেসব পশুরা জড়িত তাদের পূজা করাই হল এ উৎসব। সাঁওতাল আদিবাসীদের সহরাই পরব আন্তর্জাতিকভাবে একসাথে পালিত হচ্ছেও বলে জানান তারা।
রবিবার দিনাজপুর সদর উপজেলার সুন্দবন ইউনিয়নের খোসালপুর স্কুল মাঠ প্রাঙ্গণে সারি সারনা গাওতা দিনাজপুর সদর শাখা কমিটি আয়োজিত এবং আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, দিনাজপুরের সহযোগিতায় দিনব্যাপী আদিবাসী সাঁওতালদের সহরাই পরম উৎসব পালিত হয়। পূজার্চনা ও আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীরা আদিবাসী নৃত্য পরিবেশ করে।
প্রত্যেক বছরের পৌষ পার্বনের শুরুতে দেব-দেবীর নিকট নিজেদের মধ্যে সুখ-শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় পূজা অর্চনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা। বিভিন্ন গোত্রের সাঁওতাল সম্প্রদায়ের পরিবারসহ আত্বীয়-স্বজনেরা আনন্দময় এই উৎসবে স্থানীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত নারী-পুরুষ এবং ছেলেমেয়েরা অংশ নেয়।
সভায় সংগঠনের সভাপতি নরেশ সরকার মুরমু (পারগান) এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি এ্যাডঃ গনেশ সরেন, সেক্রেটারী রুবেন মুরমু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী গনেশ টুডু। আদিবাসী সাঁওতাল মহতদের মধ্যে বক্তব্য রাখেন সুপল বাস্কে, কালিয়া টুডু, তিলম মার্ডী, জহন মার্ডী, সানজিলা সরেন, বাবু লাল হেম্ব্রম, বিরাম হেম্ব্রম, তরই মুরমু, মানিক সরকার মুরমু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার