ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও মানবাধিকার এবং সহিংসতা বিষয়ক পর্যালোচনা সভায় বক্তারা বলেছেন, আদিবাসীরা বৃটিশ শাসনের বিরোধীতা করায় প্রতিশোধের জ্বালায় ক্ষুদ্র নৃ-তাত্বিক জাতি গোষ্ঠীকে ধ্বংসের চক্রান্ত একমাত্র বৃটিশরাই করেছে। তারা সেই সময় থেকে এখন পর্যন্ত নানাভাবে আদিবাসী জনগোষ্ঠীকে শোষণ ও নির্যাতন করেই চলেছে।
সভায় বক্তারা আরও বলেন, যে কোনো মানুষের মর্যাদা ও সম্মান ক্ষুন্ন করলেই মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়।
সোমবার দিনব্যাপী দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সেচ্ছাসেবক প্রিপ ট্রাস্ট দিনাজপুরের আয়োজনে আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রুবেন মূর্মু‘র সভাপতিত্বে এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও মানবাধিকার এবং সহিংসতা বিষয়ক পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সম্পর্কে আদিবাসীদের মাঝে সচেনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ৩০টি ধারা এবং বাংলাদেশের ১৮টি মৌলিক অধিকার নিয়ে আলোচনা করেন, প্রিপ ট্রাস্টের ডেপুটি ডাইরেক্টর ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শেফালী বেগম।
সভায় দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারীদের মাঝে মানবাধিকার বিষয়ক পর্যালোচনা করেন প্রিপ ট্রাস্টের ডেপুটি ডাইরেক্টর ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শেফালী বেগম। সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মানবাধিকার কর্মী ও লেখক গবেষক আজহারুল আজাদ জুয়েল।
এছাড়াও অনুষ্ঠানের মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিক রতন সিং, কাশি কুমার দাস, মোফাসিরুল রাশেদ মিলন, আদিবাসী নেত্রী মারিয়ে বাস্কে, রবিন প্রমুখ।
অনুষ্ঠানে ১৩ উপজেলার বিভিন্ন বয়সের যুবক ও আদিবাসী মানুষ এবং সংবাদ কর্মীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম