২৪ জানুয়ারি, ২০২০ ১৬:০৯

ফরিদপুরে রেলমন্ত্রীর নতুন ষ্টেশন পরিদর্শন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রেলমন্ত্রীর নতুন ষ্টেশন পরিদর্শন

ফরিদপুরের ভাঙ্গায় নবনির্মিত রেল ষ্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ শুক্রবার সকালে ভাঙ্গায় অবস্থিত নতুন রেলষ্টেশন পরিদর্শনে আসেন তিনি। এসময় রেলমন্ত্রীকে স্বাগত জানান জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান। 

রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজবাড়ী থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল উদ্বোধন করবেন। 

তিনি আরও বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা এবং পায়রাবন্দর পর্যন্ত বর্ধিত আরেকটি রেললাইন হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেললাইন আগামী ২০২৪ সালের মধ্যে সম্পন্ন করা হবে। 

তিনি বলেন, পদ্মা সেতুর সাথে ভাঙ্গা থেকে মাওয়া হয়ে ঢাকা পর্যন্ত রেল চলাচল করতে পারে সে বিষয়ে কতৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসাবে ছিলেন রেল মন্ত্রলালয়ের জিএম মিহিরকান্তি গুহ, চিফ ইঞ্জিনিয়ার আল ফাত্তাহ মাসুদুর রহমান।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর