বিদেশে দক্ষ জনবলের মূল্যায়ন বেশি হয়। তারা অদক্ষ শ্রমিকদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পান। তাই বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন আয়োজিত ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন।
বক্তারা বলেন, ২০১০ সাল থেকে এ পর্যন্ত গাইবান্ধা থেকে বৈধভাবে ২২ হাজার ৪৬৮ জন দক্ষ কর্মী বিদেশে গেছেন। এদের মধ্যে নারী তিন ৩ হাজার ২৪৮। কিন্তু কোনো কর্মীকেই ফেরত আসতে হয়নি। উপযুক্ত প্রশিক্ষণ ও ভাষাগত জ্ঞান নিয়ে বৈধভাবে বিদেশে গেলে কাউকে প্রতারিত হতে হবে না।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান মো. সাহারিয়া খাঁন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারি পরিচালক নেসারুল হক, গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান, ইন্সট্রাকটর আমীর হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন