চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট আব্বাস বাজারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. ওয়াসেন আলী(৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত বৃদ্ধ তার নাতিকে নিয়ে আব্বাস বাজারের একটি কেজি স্কুলে রেখে বাড়ি ফেরার উদ্দেশ্য বাইসাইকেলে রাস্তা পার হচ্ছিল। এসময় চৌডালাগামী একটি ট্রাক ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান এবং রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা শিবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শামসুল আলম শাহ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক