বগুড়ায় স্বামী ও তার বন্ধু কর্তৃক স্ত্রীকে ধর্ষণ ও মাথার চুল কেটে পুড়িয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় সুশাসনের জন্য নাগরিক(সুজন), বগুড়া জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলাকালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ান ইসলাম তুহিন।
প্রতিবাদ সভায় বলা হয় স্বামী গ্রেফতার হলেও এখন পর্যন্ত পুলিশ অপর ধর্ষককে এখনও গ্রেফতার করতে পারেনি। বক্তরা আরও বলেন, ধর্ষক ভিকটিমের পরিবারকে নানা ভাবে ভয়ভীতি দিয়ে আসছে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা অবিলম্বে ধর্ষককে গ্রেফতারের ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/শফিক