২৭ ফেব্রুয়ারি, ২০২০ ২০:১৬

তাদের পেশা অটোরিকশার ব্যাটারি চুরি!

কুমিল্লা প্রতিনিধি

তাদের পেশা অটোরিকশার ব্যাটারি চুরি!

কুমিল্লায় অটোরিকশার ব্যাটারি চুরি ও চুরি হওয়া ব্যাটারি ক্রয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই ৩০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার তাদের আটক করে দেবিদ্বার থানা পুলিশ। তারা হচ্ছে, দেবিদ্বারের পদ্মকোট গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে লিটন মিয়া এবং চাঁদপুরের কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আলী আকবরের ছেলে দুলাল মিয়া।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, বৃহস্পতিবার উপজেলার পদ্মকোটের বাড়ি থেকে ব্যাটারি চোর লিটনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা স্টেশন রোডের উইনার ব্যাটারি স্টোর রুম থেকে চোরাই ৩০টি ব্যাটারি উদ্ধার করা হয়। এ সময় উইনার ব্যাটারির মালিক মো. দুলাল মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জায়গায় ব্যাটারিসহ অন্যান্য মালামাল চুরির কথা স্বীকার করেছে। এই চক্রের অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর