বেগমগঞ্জের আমানুল্লাহ্পুর ইউনিয়নে শিবিরের হামলা ও গুলিতে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা স্বাধীনতা বিরোধীদের শাস্তি ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। এসময়ে জেলা মুক্তিযোদ্ধা মঞ্চ কমিটির সভাপতি শাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সহ-সভাপতি রোমানা ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন ও অনুসহ অনেকে অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম