শিক্ষা সফরে কুমারখালীর শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে যশোর ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আহসান আবির। সে যশোর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সোমবার দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সাথে পদ্মা নদীতে গোসল করতে গেলে নিখোঁজ হয় আহসান আবির। কুমারখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের কর্মীরা দীর্ঘসময় ধরে চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। নিখোঁজ আহসান আবিরের গ্রামের বাড়ি ঝিনাইদহের কোর্টচাঁদপুর থানার সাবদালপুর গ্রামে।
যশোর ক্যান্টনমেন্ট কলেজের সহকারী অধ্যাপক তবিবুর রহমান জানান, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ১৩১ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক শিক্ষা সফরে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে এসেছেন। আমরা আসার আগেই শিক্ষার্থীদেরকে বলেছি একা একা কোথাও যাওয়া যাবে না এবং নদীতে যাওয়া যাবে না। কিন্তু শিক্ষার্থীরা তাদের নিষেধ অমান্য করে নদীতে চলে গিয়েছিল। শিলাইদহ খেয়াঘাট থেকে নৌকায় পদ্মা নদীর ওপারের চরে গিয়ে খেলাধুলা করে দুপুর দেড়টার দিকে ১৯ জন শিক্ষার্থী গোসল করতে পানিতে নেমেছিল। এর কিছুক্ষণের মধ্যেই আহসান আবির পানিতে ডুবে নিখোঁজ হয়। সহপাঠিরা আবিরকে খুঁজে না পেয়ে বিষয়টি শিক্ষকদের জানায়।
কুমারখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার অমিয় কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে জাল টেনে এবং ডুব দিয়ে খোঁজাখুঁজি করেছি। কিন্তু সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। খুলনা থেকে উদ্ধারকারী দলের সদস্যরা রওনা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক