শিরোনাম
২৪ মার্চ, ২০২০ ২১:০৩

শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৭৭ জন

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে হোম কোয়ারেন্টাইনে ৩৭৭ জন

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। সোমবার বিকেল ৫টায় শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৭৭ জন। 

এদিকে শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চত করতে গণপরিবহন সীমিতকরণ ও নিত্যপণ্যের দোকান বাদে সকল দোকানপাট বন্ধের  নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও বিস্তৃতি প্রতিরোধে জনসমাগম পরিহার করে সামাজিক দূরত্ব বজায় রাখতে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবারবার দুপুর থেকে ঔষধ, কাচামাল, খাদ্য দ্রব্য ও প্রয়োজনীয় দ্রবাদির দোকান ব্যতিত জেলার সকল শপিংমল, ভ্রাম্যমান খাবারের দোকানসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। সীমিত করা হয়েছে গণপরিবহন চলাচল। তবে এখনও সেনাবাহিনী মাঠে নামেনি। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর