১৮ মে, ২০২০ ২০:২৩

হবিগঞ্জে ওএমএসের চাল বাজারে বিক্রির দায়ে ডিলারের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে ওএমএসের চাল বাজারে বিক্রির দায়ে ডিলারের কারাদণ্ড

হবিগঞ্জের লাখাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের চাল বাজারে বিক্রির অভিযোগে উজ্জল মিয়া নামে এক ডিলারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তার ডিলারশীপ বাতিল করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ডিলার উজ্জল উপজেলার জিরুন্ডা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্ত ডিলার উজ্জল মিয়া সরকারি খাদ্যবান্ধব চালের ডিলার। তিনি গোপনে সাড়ে ৩ টন চাল গ্রাহকদের কাছে না দিয়ে আত্মসাত করে বাজারে বিক্রি করে দেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান অভিযান চালান। এ সময় বাজারে চাল বিক্রির সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন এবং তার ডিলারশীপ বাতিল করেন। দন্ডাপ্রাপ্ত উজ্জল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, এর আগেও অনিয়মের অভিযোগে বানিয়াচং উপজেলার এক ডিলারকে জেল দেওয়া হয়েছে। তারপরও ডিলাররা অনিয়ম করছে। আজ লাখাই উপজেলার এ ডিলারকে কারাদণ্ড প্রদান করা হলো। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর