চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার পৌর এলাকায় সরকারি আইন ভঙ্গ করে ওএমএস’র চাল অবৈধভাবে বিক্রি করায় দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা ও ডিলারশিপ বাতিল করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
তিনি জানান, ওএমএস’র চাল সরকারি নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করায় জাহাঙ্গীর সরকার ও মাসুদ পাটওয়ারীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা ও তাদের উভয়ের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
ডিলারের কাছ থেকে চাল এনে তা বিক্রি করছিলেন নবীর হোসেন নামে কাঠ ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ঘটনাস্থল পরিদর্শন করে নবীর হোসেনের ফার্নিচারের দোকান থেকে ৬ বস্তা চাল ও নগদ ৬ হাজার টাকা জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার আইচ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম