পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি বাজারের ভয়াবহ আগুনে শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে রোয়াংছড়ি বাজারের একটি চায়ের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়।
দমকল বাহিনী ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করে বাজারের মধ্যে আগুন জ্বলে উঠে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রায় শতাধিক দোকান ও বাজার সংলগ্ন বসতঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। এসময় বান্দরবান জেলা সদর ও রোয়াংছড়ি উপজেলার দমকল বাহিনীর ২টি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জনতা দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন