বরিশালের মুলাদী উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত মুলাদীর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মিজানুর রহমান হাওলাদারের উদ্যোগে শনিবার সকালে এই বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনকালে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান, মুলাদী উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সুমন, মোশাররফ হোসেন, আলোকিত মুলাদীর উপজেলা সভাপতি দিদারুল আহসান খান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় আলোকিত মুলাদীর উদ্যোগে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সকলকে বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল