মানব উন্নয়ন কেন্দ্র (মউক)-এর উদ্যোগ্যে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে মৌসুমি ফল, শিশু খাদ্য, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দাস পাড়া, মেহেরপুর পশুহাট পাড়া ও আমঝুপির রঘুনাথপুর গুচ্ছ গ্রামের শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে আজ শনিবার এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় ‘মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
এসময় ‘মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম বলেন, করোনাকালীন এই সময়ে শিশুরা নানা ভাবে অবহেলিত ও গৃহবন্দি। বিশেষ করে দুস্থ পরিবারের শিশুরা নানা সমস্যায় ভুগছে। তাই সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর