মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে লালন মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বলধরা ইউনিয়নের পারিল গ্রামের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে উপজেলার সিঙ্গাইর এলাকার মৃত হারুনুর রশিদের ছেলে।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার মিয়া জানান, শনিবার সকালে পারিল গ্রামে জমিতে কাজ করছিলেন কয়েকজন কৃষিক। এসময় একটি পাটখেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ময়না তদন্তের জন্য লাশ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর