করোনায় চিকিৎসার অব্যবস্থাপনা ও স্বাস্থ্য খাতে বাজেট প্রত্যাহারের দাবিতে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের কানাইখালি এলাকায় ইউনাইটেড প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তেল, গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি নাটোর জেলা শাখা।
এসময় মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনটির নাটোর জেলা শাখার আহবায়ক অ্যডভোকেট লোকমান হোসেন বাদল, যুগ্ম আহবায়ক সুখময় রায় বিপলু, সদস্য সচিব দেবাশীষ রায়।
বক্তারা বলেন, করোনার দুর্যোগে দেশের জনস্বাস্থ্য ও চিকিৎসার ব্যবস্থায় চরম নাজুক হয়ে পড়েছে। স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও লুটপাট করা হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য খাতে বাজেট প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল