বরিশালের গৌরনদী উপজেলার বাকাই বাজারে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি রাক্ষুসে পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই মাছ ধ্বংস এবং অভিযুক্ত ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়।
এদিকে নগরীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত আরও ২৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে।
শনিবার গৌরনদীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং বরিশাল নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিন, মনিরা খাতুন ও মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এ পৃথক অভিযান পরিচালিত হয়।
মো. আলী সুজা জানান, পিরানহা আমাজন নদীর একটি ভয়ঙ্কর মাছ। এই মাছটি মানুষখেকো হিসেবেও পরিচিত। মাছটি মানুষের খাবার উপযোগী নয়, এটি বিষাক্ত মাছ। একপর্যায়ে এই মাছ বাংলাদেশে চলে আসে। পিরানহা মাছ খেলে মানবদেহের, বিশেষ করে কিডনী ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে যায়। অধিক তাপে রান্না করলেও এই মাছের বিষ নষ্ট হয় না। গোপন সূত্রে জানতে পারেন ওই উপজেলার বাকাই বাজারে বিপুল পরিমাণ পিরানহা মাছ বিক্রির জন্য প্রদর্শন করা হয়েছে। তাৎক্ষণিক ওই বাজারে অভিযান চালিয়ে বিক্রির জন্য আনা প্রায় ১০০ কেজি পিরানহা মাছ জব্দ করে ধ্বংস করেন এবং অভিযুক্ত মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর মাতুব্বরকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেন। একই সাথে পিরানহা মাছ বিক্রির বিরুদ্ধে বাজারের সকল ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি।
এদিকে, মাস্ক না পরাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় বরিশাল নগরীতে সকালে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মো. হেলাল উদ্দিনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরা, ক্রেতা-বিক্রেতার জন্য স্যানিটাইজারের ব্যবস্থা না রাখা এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ক্রেতা জমায়েত করায় নগরীর বগুড়া রোডে কয়েকটি শো-রুম থেকে জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
একই সময়ে মনিরা খাতুনের ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি অমান্য করায় দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ জন পথচারীকে মোট ৩ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন।
অপরদিকে বিকেলে মো. জিয়াউর রহমানের ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব রক্ষায় বরিশাল নদী বন্দরে অভিযান চালায়। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৩ জন ব্যক্তিকে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন তিনি।
জেলা ও মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট সুব্রত কুমার বিশ্বাস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন